Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জাতীয় পরিচয়পত্র সংশোধনের সর্বশেষ অবস্থা জানতে ফোন করুন কল সেন্টার ১০৫ (টোল ফ্রি) নম্বরে ~~ উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনও রোহিঙ্গা বা অন্য কোনও বিদেশি নাগরিক কর্তৃক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল: secretary@ecs.gov.bd, অথবা কল সেন্টার ১০৫ (টোল ফ্রি) নম্বরে অথবা ডাকযোগে বরাবর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ জানানো বা পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে


শিরোনাম
নতুন ভোটার হতে কি কি লাগে
বিস্তারিত

নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১। অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি

২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)

৩। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র

৪। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (বিবাহিতদের ক্ষেত্রে)

৫।  নাগরিকত্ব সনদ

৬। বিদ্যুৎ বিল

৭। চৌকিদারী ট্যাক্সের সনদ

৯। পূর্বে কখনো ভোটার হন নি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন

১০। সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ।

১১ । প্রবাসী নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্টের সত্যায়িত ফটোকপি

এইসকল কাগজপত্র নিয়ে কোন অনলাইনে কাজ করে এমন একটা কম্পিউটার এর দোকানে গিয়ে আবেদন করতে হবে। মনে রাখবেন আবেদন করার সময় অবশ্যই নিজের/পরিবারের একটা সচল মোবাইল নাম্বার দিবেন। 

বিঃদ্রঃ যদি কোন কাগজপত্রাদির ঘাটতি থাকে সেটা উপজেলা নির্বাচন অফিসারকে অবগত করবেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/12/2024
আর্কাইভ তারিখ
31/03/2025